লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় হাতিবান্ধা সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জিহানকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার লালমনিরহাট সদর থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :