ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়ার বাসায় প্রবেশ করলেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৮:১৯ পিএম

খালেদা জিয়ার বাসায় প্রবেশ করলেন  ফখরুল

ছবি-বর্তমান বাংলাদেশ।

রাত ১০ টায় কাতারের আমির বিশেষ বিমান ‍‍` রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ‍‍` এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮ টায় গুলশানের বাসায় ফিরোজায় থেকে বের হয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিবেন।

এদিকে, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে খালেদা জিয়া বাসায় প্রবেশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গেটের সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুশৃংখল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন, রাস্তা ফাঁকা রাখার আহবান করেছেন তিনি।

তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের জমাট দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও।

সরে জমিনে দেখা যাচ্ছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তৎপর রয়েছে। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশান ২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮ টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‍‍` রয়েল এয়ার অ্যাম্বুলেন্স‍‍` টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন বিকেল তিনটার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!