ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নিরপরাধ বিডিআর সদস্যদের জামিন দিতে হবে : আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম

নিরপরাধ বিডিআর সদস্যদের জামিন দিতে হবে : আবু হানিফ

মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে ২০০৯ সালে সেই হত্যাকান্ড ঘটিয়েছিলো। আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিলো, প্রকৃত পক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয় সেটা ছিলো ভারতের মদদে পরিকল্পিত একটা হত্যাকান্ড।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ এ সদস্য বলেন, আমরা স্পষ্ট বলছি বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুর্নবহাল করতে হবে। সেই হত্যাকান্ডে যারা জড়িত ছিলো সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি রয়েছে, যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সেই ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সেখানে যে বির্তকিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে।

এ মানববন্ধনে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!