ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

এমপি আনার হত্যা: গ্রেপ্তার মিন্টুর বিষয়ে যা বললেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৬:২৩ পিএম

এমপি আনার হত্যা: গ্রেপ্তার মিন্টুর বিষয়ে যা বললেন কাদের

ছবি: সংগৃহীত।

এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের মাধ্যমে সৎসাহসের পরিচয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এমন উদাহরণ এরশাদ বা বিএনপি আমলে এ দেশে ছিল না।


তিনি বলেন, মামলা হওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে। এমন উদারহণ এরশাদ বা বিএনপি আমলে এ দেশে ছিল না।


শুক্রবার (১৪ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, বিএনপির সব স্তরই দুর্নীতিতে নিমজ্জিত। তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ।


তিনি বলেন, যে সরকার এমন একটা নির্বাচন করতে পারবে, যে নির্বাচন বিএনপিকে মেজরিটি আসন পাবার নিশ্চয়তা দিতে পারে, সে সরকারই বিএনপির বন্ধু হতে পারবে। এছাড়া বিএনপির বন্ধু হওয়া সম্ভব না।


এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফিরতি যাত্রায়ও স্বস্তি নিশ্চিত ও দুর্ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে।


উল্লেখ্য, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মঙ্গলবার (১১ জুন) ধানমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


এরপর বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বর্তমান বাংলাদেশ

Link copied!