ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য উন্মুখ হয়ে আছে:কৃষিবিদ হাসান জাফির

আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:১০ পিএম

বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য উন্মুখ হয়ে আছে:কৃষিবিদ হাসান জাফির

ছবি-বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র ফিরে পাইনি। যতদিন মানুষ ভোটাধিকার ফিরে পাবে না ততদিন গণতন্ত্র ফিরে আসবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবেনা। আমরা কি সারা জীবন ভোটের জন্য অপেক্ষা করবো?।বাংলাদেশের মানুষ ভোটের  অধিকারের জন্য উন্মুখ হয়ে আছে। কোন গোষ্ঠী বা শক্তি তাদের নিশ্চিত পরাজয় জেনে যদি মানুষের ভোটাধিকার হরণ করতে চায় ভোট দিতে বিলম্ব করে তাহলে জাতীয়তাবাদী দলের জিয়ার  সৈনিকেরা অতীতের মত রাজপথে নেমে ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। যখনই বিএনপি ভোটের কথা বলে। যেসকল দলের জনগণের ভোট পাওয়ার সম্ভাবনা নেই, তাদের ভোটের  কথা বললেই গায়ে জ্বর চলে আসে। 
এ জন্য অবিলম্বে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন কৃষকদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে।

বুধবার (২২ জানুয়ারী) বিকেল পাঁচটায় দিনাজপুর বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরিচা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ মরিচা ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান বাদশা‍‍`র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।


আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষকদলের সভাপতি আনোয়ার সাদাত, জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার, সদস্য সচিব মোঃ মজিবর রহমান মজিব প্রমূখ। এ সময় কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, বীরগঞ্জ পৌর বিএনপি‍‍`র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন, সাধারণ সম্পাদক মোঃ আলিমুদ্দিনসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!