ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

এ এম স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:২৬ পিএম

এ এম স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব

ছবি-বর্তমান বাংলাদেশ।

রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় এ এম স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের খান আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন সহ স্কুলের সকল শিক্ষার্থীর অভিভাবকগন এবং তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান বলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা এতো সুন্দর আয়োজন করেছে দেখে আমার শৈশবের কথা মনে পরে গেলো। আমাদের সময় ক্রীড়া প্রতিযোগিতা ছাড়া আর কিছুই ছিলো না। আমি চাই ছোট ছোট বাচ্চারা পড়া শোনার পাশাপাশি শরির চর্চা সহ বিনোদন মুখি হোক।

বর্তমান বাংলাদেশ

Link copied!