ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

আওয়ামী দিশেহারা হয়ে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে: শফিকুর রহমান

শাওন খান, বরিশাল

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৭:৩০ পিএম

আওয়ামী দিশেহারা হয়ে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে: শফিকুর রহমান

ছবি: বর্তমান বাংলাদেশ।

জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আগামী নিবার্চনে গনহত্যা করা আওয়ামীলীগের দল অংশ নিতে চাইলে আগে গনহত্যার বিচারের সাজা খাটতে হবে। আওয়ামী প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল না, তারা গনহত্যাকারী সিন্ডিকেট। তারা আদালতে গিয়ে এ কথা প্রমাণ করুক সত্য না মিথ্যা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী দিশেহারা হয়ে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমাদের নিষিদ্ধ করেছে। আল্লাহ তাদের মানুষের মনে নিষিদ্ধ করেছেন। রাজনীতির নামে যদি গনহত্যা হয় তাহলে সে দল বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করবে।

তিনি বলেন, সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে জামায়াতের নেতৃবৃন্দকে। একে একে সবাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়েছে। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েক জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে, অসংখ্য লোককে পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলো অফিস তাদের পুরো সময় ধরে তালাবদ্ধ করে রেখেছে।

তিনি আরও বলেন, আওয়ামী মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছেন, খুন করেছেন। কিন্তু আপনারা প্রকাশ্য দিবালোকে খুন করেছেন, যা বিশ্ববাসী স্বাক্ষী আছেন। আপনারা খুন করেতে করতে এমনও করেছেন লাশ গুম করতে ট্রাকের উপর একটার পর একটা ছুড়ে মেরেছেন। পরে আবার প্রতিটি লাশের উপর প্রেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও জামায়েত ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বারসহ অন্যানরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!