ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:৫৮ পিএম

শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির শ্রদ্ধা নিবেদন

ছবি-বর্তমান বাংলাদেশ।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল নেমেছে। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন।


শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরে অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।  এসময় শহীদদের আত্মার শান্তির মাগফিরাতের লক্ষে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির নেতৃবৃন্দ।


এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

বাংলাদেশ জাগ্রত পার্টির প্রেস এন্ড মিডিয়া ও দফতর সম্পাদক কাজী শামসুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন বাংলাদেশ জাগ্রত পার্টি।

এসময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব এবি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক  মো:মনিরুল ইসলাম, সদস্য আব্দুল মালেক  ও বাদল খানসহ কয়েকশ নেতাকর্মী।

বর্তমান বাংলাদেশ

Link copied!