ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মেসিভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৭:৫০ পিএম

মেসিভক্তদের জন্য দুঃসংবাদ

ছবি: সংগৃহীত।

দশ দিনের মধ্যেই মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকায় ফুটবল শ্রেষ্ঠত্বের মহারণ কোপা আমেরিকা কাপ। মাঠে নামবে বিশ্ব ও কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি আবার প্রিয় আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন এর জন্য তর সইছে না ফুটবলভক্তদের।

 

 

তবে ফুটবলভক্তদের এত লম্বা সময় অপেক্ষা করতে হবে না। কোপা শুরুর আগেই প্রস্তুতি সম্পন্ন করতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের আগে লাতিন প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। যুক্তরাষ্ট্রে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (১০ জুন) ভোর ৫টায়।

 

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শেষ ম্যাচে ইউরোপের পরাশক্তি ইতালির কাছে ২-০ গোলে হেরেছে ইকুয়েডর।

 

কোপা আমেরিকায় গ্রুপ-বিতে রয়েছে দলটি। মেক্সিকো, জ্যামাইকার সঙ্গে তাদের গ্রুপে আরও আছে ভেনিজুয়েলা।

 

কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ পর্যন্ত মহাদেশীয় এই টুর্নামেন্ট রেকর্ড ১৫ বার শিরোপা জিতেছে আকাশি-সাদারা। গত আসরের শিরোপা এবারের আসরেও ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের পর গুয়েতেমালার বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে মেসির দল।


ফিফা র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল সর্বশেষ মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচ দুটিতে জয় পায় তারা।


আর্জেন্টিনা জিতলেও ম্যাচ দুটিতে ছিলেন না মেসি। তাই এবার মেসিকে দেখতে মরিয়া ফুটবলভক্তরা। এখন প্রশ্ন হচ্ছে ফুটবল ভক্তদের কি মেসির জাদু সরাসরি দেখার সুযোগ আছে? উত্তরটি অবশ্য হতাশ করবে।

 

আনুষ্ঠানিকভাবে আপাতত সম্প্রচারিত হচ্ছে ‘না’ ম্যাচটি। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে কিছু অনলাইন স্ট্রিমিং সাইটে ম্যাচটি দেখা যাচ্ছে। যদিও সেগুলো বৈধ না।

বর্তমান বাংলাদেশ

Link copied!