শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো. সালাউদ্দিন এবার অংশ নেননি ভোটে।
‘আমি আর নির্বাচন করবো না’ গত ১৪ সেপ্টেম্বর কাজী মো. সালাউদ্দিনের এমন ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। এতদিন ভোট ঘিরে ছিল সেই কৌতূহল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। কাজী সালাউদ্দিন যুগের টানা ১৬ বছরের অবসান ঘটিয়ে নতুন সভাপতির দেখা পেলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
সভাপতি পদে তাবিথ ভোট পেয়েছেন ১০৫টি, প্রতিপক্ষ এএফএম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। তিনি এর আগে দুবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়েছেন জয়ের জন্য। সভাপতি পদে লড়াই করেছেন দুজন তাবিথ আউয়াল ও দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। সিনিয়র সহ সভাপতি পদে কেবল ইমরুল হাসানই প্রার্থী ছিলেন। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করেছেন।
আপনার মতামত লিখুন :