ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় ২৮০ রানের হার দেখেছে বাংলাদেশ। ম্যাচে বল হাতে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও রান পেয়েছেন টাইগার অলরাউন্ডার। আইসিসির সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে সেটির ছাপ পড়েছে। টেস্টে বোলিংয়ে অবনতি হয়েছে, আর ব্যাটে উন্নতি করেছেন টাইগার পোস্টার বয়।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সাকিব প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান খরচ করেছেন। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে খুইয়েছেন ৭৯ রান। কোনো উইকেট পাননি। বুধবার প্রকাশিত র্যাঙ্কিং হালনাগাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ অবনতি হয়েছে তার। ৫৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে নেমে গেছেন টাইগার তারকা।
ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩২ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেছেন সাকিব। একধাপ উন্নতি হয়েছে ব্যাটিং র্যাঙ্কিংয়ে। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৩ নম্বরে এসেছেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। শীর্ষে রবীন্দ্র জাদেজা এবং দুইয়ে আছেন রবীচন্দ্রন অশ্বিন।
আপনার মতামত লিখুন :