ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ক্রীড়া অঙ্গন

ক্রীড়া সংগঠক নাজিমুল হক মারা গেছেন

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০১:৪২ এএম

ক্রীড়া সংগঠক নাজিমুল হক মারা গেছেন

ছবিতে নিহত ক্রীড়া সংগঠক নাজিমুল হক।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) মারা গেছেন।


নাজিমুল হক নাজিম বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির কাউন্সিলর ছিলেন।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেশ কিছুদিন ধরে হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।


শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে পরিচিত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা কৃষক লীগেরও সভাপতি।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!