ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শতরানের জুটি গড়েও হেরে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৫০ পিএম

শতরানের জুটি গড়েও হেরে গেলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বড় টার্গেটে দলকে বিস্ফোরক সূচনা এনে দিলেন দিলারা  আক্তার ও সোবহানা মুস্তারি। ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন এ দুজন। ১১.১ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ  হয় বাংলাদেশের। তবে আশা জাগিয়ে শেষ পর্যন্ত হেরে যায় টাইগ্রেসরা। 

আয়ারল্যান্ডের ১৬৯ রানের জবাবে ১৫৭/৭-এ শেষ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস। এর আগে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৪/০। আর সোবাহানা আউট হওয়ার আগে ১১.৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রানে। ৩৫ বলে ৪৬ রান করেন সোবহানা মুস্তারি। সোবহানা হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। ৪২ বলে ৪৯ রান করে আউট হন দিলারা। দুটি চার ও দুটি ছক্কা হাঁকান দিলারা। শেষ পর্যন্ত ১২ রান হেরে যায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে নিজেদের শক্তিমত্তা দেখালো আইরিশ মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিলো আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ পৌঁছে ১৬৯/৫-এ। চার নম্বরে ক্রিজে নেমে ৪৫ বলে হার না মানা ৭৯ রানের ইনিংস খেলেন লিয়া পল। অধিনায়ক ওপেনার গ্যাবি লুইস করেন ৪২ বলে ৬০ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার। আয়ারল্যান্ডের বাকি উইকেটটি রানআউট।

এর আগে ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ৩-০তে হোয়াইটওয়াশ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হয় ঢাকার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।

বর্তমান বাংলাদেশ

Link copied!