আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে তার নাম রয়েছে। এ তালিকা দেখে সাকিব ভক্তদের মনে দানা বেধেছে অবশেষে তিনি ফিরছেন। তাই যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়ে তিনি থেমে গেলে দুবাইয়ে।
বুধবার মধ্যরাত থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সবুজ সঙ্কেত পেলেই তার কথা রয়েছে।
জানা গেছে, মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি সেইসঙ্গে অন্যান্য জটিলতার কারণেই দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে। মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েকদিন চলছে সাকিব বিরোধী নানা কার্যক্রম। বিসিবির দেয়াল গুলোতেও লেখা হয়েছে সাকিব বিরোধী নানা স্লোগান। আর এসব বিষয় নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। সাকিবের নিরাপত্তার কারণেই তার দেশে ফেরা খানিকটা জটিলতায় পড়েছে।
পাকিস্তান সফরে থাকাকালীন হত্যা মামলায় নাম আসে সাকিবের। বাংলাদেশের সাবেক অধিনায়কের সাউথ আফ্রিকা সিরিজ খেলাটা তাই নির্ভর করছিল অনেক যদি কিন্তুর উপর। অবসরের ঘোষণার সময় তিনি নিজেও জানিয়েছিলেন, সিরিজ খেলে অনায়াসে দেশ ত্যাগের অনুমতি পেলেই কেবল প্রোটিয়াদের বিপক্ষে মিরপুরে খেলবেন। বিসিবি ও সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :